আগামীকাল রবিবার পালিত হবে ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এইদিনে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল।
সকাল ৯টায় মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি শুরু হবে।
পরে মুজিবনগরের আম বাগানে বর্ণাঢ্য কুচকাওয়াজে মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনীর সদস্য, বিজিবি, আনসার, ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষার্থীরা অংশ নেবেন।
এ বছর সরকার দিনটিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় সরকারি ছুটি ঘোষণা করেছে।
আরও পড়ুন: ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ পাচ্ছেন ২ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ মুজিবনগর দিবসের প্রাক্কালে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল।