কিশোরগঞ্জের ইটনার ধনু নদীতে নিখোঁজের ৩৮ ঘন্টা পর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টায় বলদা ফেরিঘাটের পাঁচ কিলোমিটার দূর থেকে তার হাওরে ভাসমান লাশ উদ্ধার হয়।
নিহত মুসলিম মিয়া (৫০) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের মনডাল মিয়ার ছেলে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে নারীর লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সুনামগঞ্জ থেকে পাথরবোঝাই একটি বাল্কহেড (স্টিলের নৌকা) ময়মনসিংহের নান্দাইল উপজেলার তারা বাজার যাওয়ার পথে ইটনার বলদা ফেরিঘাট এলাকায় ধনু নদীর পাড়ে আটকে পড়ে। পরে, বাল্কহেডটি ছাড়ানোর সময় হঠাৎ বৈঠার আঘাতে মাঝি মুসলিম মিয়া পানিতে পড়ে নিখোঁজ হন। সেই রাতেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ইটনা ফায়ার সার্ভিস। মঙ্গলবার সারাদিন ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ডুবরিরা উদ্ধার অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টায় সাময়িক বন্ধ ঘোষণা করেন। পরে বুধবার আবারো অভিযান শুরু করলে হাওরের পানিতে ভাসমান অবস্থায় মুসলিম মাঝির লাশ উদ্ধার হয়।
ইটনা ফায়ার সার্ভিসের অধিনায়ক মো. নাসির উদ্দীন বলেন, নিহত মুসলিম মিয়ার লাশ দুইদিনের অভিযানে উদ্ধার করা হয়েছে। এরপর পুলিশের কাছে মুসলিম মিয়ার লাশ হস্তান্তর করা হয়েছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চুয়েট গেটের সামনে থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার