২০১৬ সালে এক নারীকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার একটি আদালত।
মঙ্গলবার সকালে কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন তিনজনকে এ সাজা দেন। মামলার আরেক আসামিকে বেকুসুর খালাস দেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার সুমন ও রাকিব এবং মানিকারচর এলাকার তাছির। তাদের মধ্যে তাছির পলাতক রয়েছে।
খালাস পাওয়া টিটু একই এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সাল ২০ জুন সন্ধ্যায় মেঘনা উপজলার মানিকারচর এলাকার গৃহিনী জামিলা বেগম নিখোঁজ হন। এর চারদিন পর বাড়ি সংলগ্ন একটি ফসলি জমি থেকে জামিলার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ২৫ জুন জামিলার স্বামী ভ্যানচালক আবদুল হাকিম বাদী হয় মেঘনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুন: কুমিল্লায় গৃহবধূ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড