কুমিল্লার দেবিদ্বারে মোসলেম মোল্লা (৬০) নামে ডাক বিভাগের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোসলেম মোল্লা দেবিদ্বার বড় আলমপুর এলাকার মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত জেলা পরিষদ ডাক বাংলোর সামনে অবস্থিত উপজেলা ডাক বিভাগের অফিসের নৈশ প্রহরীর কাজ করতেন। থাকতেনও সেখানেই।
শনিবার সকালে অনেক ডাকাডাকির পরেও ঘুম থেকে না উঠায় স্থানীয় লোকজন তার ঘুমানোর কক্ষে ঢুকে। অনেক ডাকাডাকি করার পরেও না জাগায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
দেবিদ্বার থানা পুলিশের পরিদর্শক মারুফ রহমান বলেন, আমরা ধারণা করছি তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার পরিবার এসে লাশ শনাক্ত করেছে। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য পাঠাবো। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মস্তকবিহীন নবজাতকের লাশ উদ্ধার