কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনাকালীন সময় যখন বাল্যবিয়ের হিড়িক ঠিক তখনই বড়লই উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী মোছা. মোনালিসা আক্তার নিজের বাল্যবিয়ে নিজেই প্রতিরোধ করেছিল। মোনালিসা অজপাড়া গাঁয়ের মেয়ে হয়েও নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে এলাকায়। তার এই সাহসিকতার পুরস্কার হিসেবে তাকে সংবর্ধিত করল উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানানো হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে এক বিদ্যালয়ে ৮৫ শিক্ষার্থীর বাল্যবিয়ে!
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যক্তিগত ফান্ড থেকে মোনালিসাকে প্রতিমাসে ১ হাজার টাকা প্রদান করার কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগের সভাপতি আতাউর রহমান শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, বড়লই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহানী আঙ্গুর, ভাঙ্গামোড় দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন প্রমুখ।
আরও পড়ুন: করোনা: কুড়িগ্রামে ঝরে পড়েছে ৫০ হাজার শিশু, বাল্যবিয়ের শিকার বালিকারা