জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও সাজাপ্রাপ্ত খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত পাঠাতে দীর্ঘদিনের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এই খুনি পলাতক হিসেবে প্রায় ৩০ বছর ধরে কানাডায় বসবাস করছে। মানবাধিকারের প্রচার, সুরক্ষা ও আইনের শাসনের প্রবক্তা হিসেবে পরিচিত কানাডা। দুই দেশ এই জঘন্য হত্যাকারী ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘনকারীকে ফেরত পাঠানোর জন্য কিছু ক্ষেত্রে একমত হওয়ার জন্য একসঙ্গে কাজ করতে পারে।
বাংলাদেশ ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ জানান। ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও কানাডার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়ছিল।
আরও পড়ুন: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক জোরদারে আগ্রহী
বাংলাদেশ ও কানাডার মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক ও অংশীদারিত্ব অব্যাহত থাকবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দুই দেশ পারস্পরিক স্বার্থ, বন্ধুত্ব ও সম্মানের বিষয়গুলো নতুন উচ্চতায় নিয়ে যেতে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ যেকোনো ধরনের চরমপন্থী কর্মকাণ্ড নির্মূলসহ প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যুতে কানাডার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা ও অংশীদারিত্বের প্রত্যাশা করে।
তিনি বলেন, বাংলাদেশ কানাডার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই খাতে স্থিতিশীল প্রবৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে দু’দেশ।
আরও পড়ুন: খায়রুজ্জামানকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী