মহামারি করোনাভাইরাসে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত কমেছে, তবে মৃত্যু বেড়েছে।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬৭ জন মারা গেছেন, যা দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২ মে ৬৯ জনের মৃত্যু হয়। এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩ হাজার ৪৬৬ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৭ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৪৮ হাজার ২৭ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: নাটোরে করোনা ভ্যাকসিন প্রদান শুরু
এর আগে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫৪ জন মারা গেছেন এবং ৩ হাজার ৮৮৩ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯৬৪ টি। শনাক্তের হার ১৮.০২ শতাংশ।
আরও পড়ুন: করোনায় খুমেকে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৫ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন।
সিনোফার্মের টিকা দেয়া শুরু
দেশে চীন সরকারের উপহার দেয়া সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয়েছে।
শনিবার (১৯ জুন) সকাল থেকে এই টিকার প্রয়োগ শুরু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সকাল থেকেই সারাদেশে সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যেই টিকা পৌঁছানো হয়েছে। টিকা কেন্দ্র শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকবে।
আরও পড়ুন: রামেকে করোনায় ২৪ ঘণ্টায় আরও ১০ মৃত্যু
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা জেলায় চারটি মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে। এসব হাসপাতালে একটি করে টিকা কেন্দ্র এবং প্রতিটি কেন্দ্রে দুটি করে বুথ রয়েছে। এছাড়া ঢাকা জেলা বাদে প্রতি জেলায় একটি করে ভ্যাকসিনেশন কেন্দ্র এবং প্রতিটি কেন্দ্রে দুটি করে বুথ করা হয়েছে। তবে বুথ টিকা গ্রহীতার সংখ্যার ওপর নির্ভর করে বাড়ানো হবে। ১৫০-২০০ জনের জন্য একটি বুথ এবং ২০০-এর বেশি গ্রহীতা হলে দুটি বুথ চালু করতে হবে।