খুলনায় গৃহকর্মীর গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে আসামি শেখ খুরশিদুল আলম ওরফে রুবেলকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড ও ৮০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত -৩ এর বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তবে মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
আদালতের সূত্র জানায়, ২০০৮ সালে ফুলতলা উপজেলার দামোদার গ্রামের দক্ষিণপাড়ার কাশেম ঢালীর মেয়ে হালিমা খাতুন সোনাডাঙ্গার আরামবাগ আব্দুল কুদ্দুসের বাড়িতে গৃহকর্মীর কাজ নেয়। তখন থেকে হালিমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ওই বাড়ির ছেলে রুবেল। এক সময় হালিমা অন্তঃসত্ত্বা হলে তার গর্ভপাত করোনো হয়।
ঘটনায় রুবেলকে বিয়ের জন্য চাপ দেয় হালিমা। ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন ২০১০ সালের ১৬ জুন রুবেল হালিমাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আশপাশের মানুষ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর আগে পুলিশের কাছে জবানবন্দি দেয় সে। এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) টিপু লাল দাস বাদী হয়ে মামলা করেন।
তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা একই বছরের ৪ অক্টোবর চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুন: নড়াইলে হত্যা মামলায় একজনের ফাঁসি ও অপরজনের যাবজ্জীবন