গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলায় ঢাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন ইমরান (৩৪) জেলা শহরের পূর্বপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ছেলে ও রবিন (২৮) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান হাসু মিয়ার ছেলে।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
জেলা পুলিশ সুপার বলেন, রকি হত্যা মামলার এজাহারনামীয় আসামি ইমরানকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে একটি লোহা গলানোর কারখানায় পরিচয় পাল্টিয়ে আত্মগোপনে ছিলেন তিনি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান এসপি।
এর আগে গত ১১ জুলাই রাতে গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে আশিকুর রহমান রকিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন নিহত ছাত্রলীগ নেতার বড় ভাই আতিকুর রহমান সরকার বাদী চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত থেকে আট জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
পড়ুন: ২ বান্ধবীকে ধর্ষণের পর হত্যা: যশোরে ২ আসামির ফাঁসি আজ
শিগগিরই মুহিবুল্লাহর হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী