গাইবান্ধা জেলা বিএনপির ৩৬জন নেতাকর্মীর নাম উল্লেখসহ মোট ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া বাদী হয়ে সরকারি কাজে বাধা, বিস্ফোরক ব্যবহার ও পুলিশের উপর হামলার অভিযোগে থানায় মামলা করেন।
আরও পড়ুন: ড. ইউনূসসহ ৩ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা চালানোর রাখার নির্দেশ
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক জানায়, সারাদেশের মতো গাইবান্ধায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন কর্মসুচী হাতে নেয়। সকাল থেকে বিভিন্ন কর্মসূচি অনুযায়ী বিকালে গাইবান্ধা শহরের জেলা বিএনপি অফিস থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল বের হলে পৌর শহীদ মিনার এলাকায় পুলিশ তাদের মিছিল করতে বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারসেল, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও শটগানের গুলি বর্ষণ করে।
এসময় গাইবান্ধা জেলা বিএনপির অন্তত ২০ নেতা-কর্মী আহত হলেও বিএনপির পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, কাঁদানে গ্যাস, শটগানের গুলিসহ মোট ২৮ রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে।
আরও পড়ুন: ড. ইউনূসসহ ৩ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা চালানোর রাখার নির্দেশ
চট্টগ্রামে হত্যা মামলায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড, ৮ জনের যাবজ্জীবন