যৌতুকের লোভে ও পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় গাইবান্ধায় আতোয়ার রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শতিরজান চর মুরশিদ গ্রামের বাসিন্দা আতাউর রহমানের সাথে আনোয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে দুজনের মধ্যে মনেমালিন্য চলে আসছিল।
এ নিয়ে ঝগড়া বিবাদের এক পর্যায়ে ২০১৯ সালের ৬ জানুয়ারি রাতে স্ত্রী আনোয়ারা বেগম প্রাকৃতিক কাজ সারতে ঘরের বাহিরে যায়। এসময় পেছন থেকে স্বামী আতাউর রহমান লোহার রড দিয়ে স্ত্রীর মাথায় উপর্যুপরী মারতে থাকে। তারপর গুরুতর আহত স্ত্রী আনোয়ারা বেগমকে টেনে হেঁচড়ে বাড়ির আঙ্গিনায় নিয়ে এসে গলায় ওড়না পেচিয়ে হত্যা করে। এসময় তার মেয়ে আইরিন আকতারের চিৎকারে লোকজন এগিয়ে আসে ঘটনা দেখতে পায়।
এ ঘটনায় নিহতের ভাই মহির উদ্দিন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে পুলিশ দীর্ঘ তদন্তের পর আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালতে মামলাটির সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এই রায় দেন।
আরও পড়ুন: সিলেটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড