গাজীপুরের কালিয়াকৈরে সোনাতলা গ্রামে কিশোরীকে ধর্ষণের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে ওই গ্রামের সোনাতলা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলো- হারুন অর রশিদ (২৮) ও শিপন (৩২)।
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গত ০১ মার্চ ভুক্তভোগীকে (১৫) সোনাতলা গ্রামে নিজ বাসার সামনের রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। গত ০৪ মার্চ ভুক্তভোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় পেয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার আরও অবনতি হলে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। এ ঘটনায় কিশোরীর বড় বোন বাদী হয়ে কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর পোড়াবাড়ী ক্যাম্পের র্যাব ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় সোনাতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুজনকে রবিবার রাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে এবং তারা আরও জানায় যে, ভুক্তভোগীকে তার বাসার সামনের রাস্তা থেকে জোর করে তুলে নেয়। এরপর সোনাতলার আনোয়ার হোসেনের তুলার গোডাউনে আটকে রেখে শিপনের সহায়তায় হারুন অর-রশিদ একাধিকবার ধর্ষণ করে।
আরও পড়ুন: অর্থের লোভে শিশুকন্যাকে ধর্ষণে সহায়তা, মাসহ গ্রেপ্তার ২