রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকার করায় ছয় জেলেকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশরাফুর রহমান এই ছয় জেলেকে সাজা দেন।
জানা গেছে,গতকাল শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত পদ্মা নদীর দৌলতদিয়া দেবগ্রাম ও উজানচর এলাকায় অভিযান চালায় উপজেলা ট্রাস্কফোর্স কমিটি। এসময় এই জেলেদেরকে আটক করা হয়।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৪ জেলের জেল-জরিমানা
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপক্ষো করে মা ইলিশ নিধনের দায়ে ছয় জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া জেলেদের কাছ থেকে জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
তিনি বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো.শাহরিয়ার জামান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জাহাঙ্গীর আলম, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।
আরও পড়ুন: ইউএনওর নির্দেশে ইলিশ রক্ষা অভিযানের ট্রলার পোড়ানোর অভিযোগ