চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকায় জামায়াত- শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।
মামলায় গ্রেপ্তার হওয়া ১৬ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি দেখানো হয়েছে।
শনিবার (২৯ জুলাই) বাদী হয়ে সিএমপির ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করে পুলিশ।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় এএসপি সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর ও বেশ কয়েকজন পুলিশকে আহত করে।
ঘটনাস্থল থেকে আটক ২১ জনের মধ্যে সম্পৃক্ততা না পাওয়ায় ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৬ জনসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে কয়েক হাজার জামায়াত-শিবির কর্মী ঝটিকা মিছিল বের করে।
মিছিলটি চৌমুহনী মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দিলে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সামনে পেয়ে তারা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় গাড়ির ভেতর থেকে পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা বের হলে তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এতে তিনিসহ তিন পুলিশ সদস্য আহত হন। ওদিন ঘটনাস্থল থেকে পুলিশ ২১ জনকে আটক করে।
তবে জামায়াতের পক্ষ থেকে দাবী করা হয়, পুলিশ জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগের সহযোগিতায় হামলা চালিয়েছে।
আরও পড়ুন: বরিশালে স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে স্বামীর যৌতুক দাবির মামলা!