চট্টগ্রামের পৃথক অভিযান মাধ্যমে রাউজান ও আকবরশাহ্ এলাকা থেকে ৮৮ কেজি গাঁজাসহ তিন জনকে আটকের কথা জানিয়েছে র্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দু’টি মাইক্রোবাস জব্দের কথা জানানো হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন- কুমিল্লার লাঙ্গলকোটের শিরজীপাড়া এলাকার মৃত অলি আহম্মেদের ছেলে মো.ইউসুফ মিয়া (৫০), ফেনী সোনাগাজী থানার মির্জাপুর গ্রামের বাবুল চন্দ্র দে’র ছেলে শ্যামল চন্দ্র দে ও ফেনী সদরের উত্তর সালেহপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল মান্নান ভূঁইয়া রিয়াজ (২৩)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ আটক ১: র্যাব
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলার রাউজান এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে এমন সংবাদের শনিবার র্যাব-৭ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. ইউসুফ মিয়াকে ৬৮ কেজি গাঁজাসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে, অপর একটি অপর এক অভিযানে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ এলাকায় মহাসড়কে একটি মাইক্রোবাস থেকে দুইজনকে ২০ কেজি গাঁজাসহ আটক করে। মাদকদ্রব্যের আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২: র্যাব
উদ্ধারকৃত গাঁজা ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে চট্টগ্রামের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।