ব্রেন টিউমারে দুই মাস ১০ দিন চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, মোশাররফ ও বিলকিস আক্তার হোসেন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
আরও পড়ুন: বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন হাসপাতালে ভর্তি
৭৬ বছর বয়সী সাবেক মন্ত্রী মোশাররফ গুরুতর অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন সিঙ্গাপুরে যান।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ব্রেন টিউমার ধরা পড়ে।
মঙ্গলবার রাত ৮টার দিকে ইউএনবির সঙ্গে আলাপকালে এই বিএনপি নেতার ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন বলেন, তার বাবার মস্তিষ্কের বহির্ভাগে ‘মেনেনজিওমা টিউমার’ ধরা পড়েছে।
মারুফ বলেন, তার বয়স বিবেচনা করে সিঙ্গাপুরের ডাক্তাররা তার বাবার টিউমার অপসারণে অস্ত্রোপচার করা ঝুঁকিপূর্ণ মনে করেছেন। তাই তারা তাকে অগ্রিম রেডিওথেরাপি দিয়েছেন।
মোশাররফকে আট সপ্তাহ বেড রেস্টে থাকার পরামর্শও দিয়েছেন চিকিৎসকরা।
১৮ জুন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসা নেন তিনি।
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে যান বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।
আরও পড়ুন: বিএনপি নেতা খন্দকার মোশাররফ ব্রেন টিউমারে আক্রান্ত