প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তির বিরুদ্ধে নির্দেশনা দিতে আলেম ও ওলামাদের (ইসলামী পণ্ডিতদের) প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধনের সময় বলেন, ‘এগুলো পরিবার ও সমাজকে ধ্বংস করছে।’
তিনি সবাইকে, বিশেষ করে শিশুদেরকে জঙ্গিবাদে না জড়ানোর অনুরোধ জানিয়ে বলেন, ‘জঙ্গিবাদ ইসলামকে মর্যাদা দেয়ার পরিবর্তে অসম্মান করছে।’
শিশু ও যুবকরা জঙ্গিদের লক্ষ্যবস্তু হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক ও শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, ‘ইসলামের প্রকৃত অর্থ উপলব্ধির মাধ্যমে আমরা অপশিক্ষা, মতভেদ, দ্বন্দ্ব, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুছে দিয়ে আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি।’
প্রধানমন্ত্রী বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে মানুষ ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করবে।
এটি ধর্মের নামে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারীর ওপর দমন-পীড়ন বন্ধে ব্যাপক অবদান রাখবে।
তিনি বলেন, ইসলামের নামে কেউ যাতে মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য সরকার মডেল মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আদর্শ মসজিদ ইসলাম সম্পর্কে মানুষের জ্ঞান বৃদ্ধি করবে-যা শান্তি, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ধর্ম।
তিনি বলেন, ‘এটি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও নারীদের ওপর দমন-পীড়ন বন্ধ করতে সাহায্য করবে। মানুষের মধ্যে ইসলামিক মূল্যবোধ ও সংস্কৃতির প্রকৃত জ্ঞান প্রদান করবে।’
আরও পড়ুন: ইসলামের মর্মবাণী প্রচারে আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আলেম ও ওলামাদের ‘ওরাসাতুল আম্বিয়া’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, দেশের মানুষ মসজিদের খতিব ও ইমামদের সম্মান করে।
তিনি বলেন, ‘নিশ্চিত করুন কেউ যেন আমাদের ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে না পারে। আপনারা আপনাদের প্রতিদিনের খুতবা ও জুমার খুতবার মাধ্যমে মাদকাসক্তি, বাল্যবিবাহ, নারী নির্যাতন, খাদ্যে ভেজাল এবং দুর্নীতির মতো সামাজিক ব্যাধিতে জড়িত হওয়া থেকে বিরত থাকার জন্য মানুষকে শিক্ষিত করতে পারেন।’
তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না।
তিনি বলেন, আমাদের লক্ষ্য ধর্মকে ব্যবহার করে নির্যাতন ও নিপীড়নের অবসান ঘটানো।
প্রধানমন্ত্রী বলেন, ইসলাম সব ধর্মের মানুষের জন্য অবাধে ধর্ম পালন নিশ্চিত করে।
তিনি বলেন, “রাজনৈতিক পরিচয় ও মতামত নির্বিশেষে প্রতিটি ধর্মের প্রতি সমান শ্রদ্ধা ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমরা একটি উন্নত, সমৃদ্ধ ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে পারি।”
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বরাবরই ‘ইসলামের সেবক’ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেস, জুয়া ও মদ বিক্রি বন্ধ করেছিলেন।
তিনি উল্লেখ করেন, ইসলামকে সমুন্নত রাখতে বঙ্গবন্ধু মাদরাসা বোর্ড প্রতিষ্ঠা করেন এবং বায়তুল মোকাররম মসজিদ ও ইজতেমা মাঠের জন্য জমি বরাদ্দ করেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশে বিশ্ব ইজতেমা আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন এবং দেশকে ওআইসি’র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন।’
জাতির পিতার আদর্শ অনুসরণ করে তিনি বলেন, ইসলামের মর্যাদা রক্ষায় তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে প্রতিটি উপজেলা ও জেলায় ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ।
প্রধানমন্ত্রী বলেন, তিনি এ পর্যন্ত সারাদেশে ১০০টি মডেল মসজিদ খুলেছেন এবং বাকিগুলোও পর্যায়ক্রমে খুলে দেয়া হবে।
সরকার এখন প্রতি উপজেলায় তিনতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং প্রতি জেলায় চারতলা মসজিদ নির্মাণ করছে।
ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান বক্তব্য দেন।
কুমিল্লা জেলার রাজশাহী, শরীয়তপুর ও চৌদ্দগ্রাম থেকেও কর্মসূচিতে যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ।
অনুষ্ঠানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ওপর একটি ভিডিও-ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
আরও পড়ুন: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩ এর উদ্বোধন প্রধানমন্ত্রীর