পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি ও শোষণের শিকার কয়েক মিলিয়ন ‘জলবায়ু অভিবাসীর’ ব্যপারে আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট ভূমিকা পালন করছে না।
তিনি বলেন, ‘বর্তমান আন্তঃসম্পর্কযুক্ত এই বিশ্বে জলবায়ু বিপর্যয়ের কারণে বাস্তুচ্যুতি বিশ্বকে নিরাপত্তা ঝুঁকির দিকে নিয়ে যেতে পারে।’
‘এনভায়রনমেন্ট অব পিস: সিকিউরিং আ জাস্ট এন্ড পিসফুল ট্রানজিশন ইন আ নিউ ইরা অব রিস্ক’-শীর্ষক গোলটেবিল বৈঠকে দেয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তার বক্তব্যে মন্ত্রী জলবায়ু-নিরাপত্তা সম্পর্ক এবং (উদ্ভূত) চ্যালেঞ্জ মোকাবিলায় একটি এনফোর্সমেন্ট মেকানিজম সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির গুরুত্বের ওপর জোর দেন।
শুক্রবার আয়োজিত স্টকহোম+৫০ আন্তর্জাতিক সম্মেলনের সাইডলাইন হিসেবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এই বৈঠকের আয়োজন করে।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মোমেন তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের পুনর্বাসনের বোঝা ভাগাভাগি করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন বৈশ্বিক উদ্যোগ চায় ঢাকা