জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (৫৪তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ ও মোবাইল দেখে লেখার অভিযোগে এক শিক্ষার্থীসহ তার বড় বোনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জাবির ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালীন সময় ঐ শিক্ষার্থীকে আটক করা হয়।
আটক ওই শিক্ষার্থীর নাম পারমিতা দত্ত ভুমি (১৭) এবং তার বড় বোনের নাম নিবেদিতা দত্ত (২১)।
তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছোট বোনের পরীক্ষা উপলক্ষে জাবিতে এসেছেন। তারা দুজন কিশোরগঞ্জ সদরের নন চন্দ্র দত্তের মেয়ে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি জানায়, সোমবার ছিলো জাবি ভর্তি পরীক্ষার শেষ দিন। ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলছিল। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ভবনের ১৯ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বরত কর্মকর্তারা দেখতে পান এক শিক্ষার্থী মোবাইল দেখে (ওএমআর) উত্তরপত্র পূরণ করছেন। পরে তার কাছে গিয়ে দেখা যায় ফোন দিয়ে প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠাচ্ছে এবং অপর প্রান্ত থেকে উত্তর পাঠিয়ে দেওয়া হচ্ছে। পরে তাকেসহ কেন্দ্রের বাইরে থাকা তার বড় বোনকেও আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: জাবি ছাত্রলীগের বিরুদ্ধে মামলা, একমঞ্চে ছাত্রদল-শিবির
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গকারী ওই পরীক্ষার্থী নিয়মবহির্ভূতভাবে পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে। এটা সম্পূর্ণ অন্যায়। ওই পরীক্ষার্থীকে মোবাইল ফোন দেখে ওএমআর শিট পূরণ করতে দেখে ফেলে দায়িত্বরত কর্মকর্তারা। পরে তারা শৃঙ্খলা কমিটিকে খবর দিলে তারা এসে ওই শিক্ষার্থী আটক করে। তিনি তার বোনকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠাচ্ছিলেন ও তার বড় বোন উত্তর পাঠাচ্ছিলেন; এমনটাই স্বীকার করেছেন ওই শিক্ষার্থী।
তিনি আরও বলেন, ‘আমরা এ বছর মোবাইল কোর্ট চালু করিনি। সেজন্য জালিয়াতি বা প্রতারণার দায়ে কোনো মামলা রুজু করতে পারিনি। তবে এটা প্রক্রিয়াধীন। সর্বশেষ তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা মামলা করব।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ৬টি ইউনিটে মোট ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৪৯০টি আবেদন জমা পড়েছে। প্রতিটি আসনের বিপরীতে প্রায় ১৪৫জন শিক্ষার্থী লড়ছেন।
উল্লেখ্য, এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের (৫৪তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে।