বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য দেশটি নবায়নযোগ্য জ্বালানি সাপ্লাই চেইন কর্মসূচি পরিচালনা করবে এবং বাংলাদেশের মতো দেশগুলোকে নবায়নযোগ্য জ্বলানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা করবে যা বাংলাদেশের প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করবে।
তিনি বলেন, প্রযুক্তি বিনিয়োগ রোডম্যাপের আওতায় অস্ট্রেলিয়া ‘নিম্ন নিঃসরণ প্রযুক্তি স্টেটম্যান্ট’ প্রকাশ করেছে এবং এ খাতে তারা বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী।
অস্ট্রেলিয়া একটি বড় অঙ্কের আর্থিক সহায়তার বিবেচনা করবে জানিয়ে দেশটির হাইকমিশনার বলেন, বিশ্ব অর্থনীতির নবায়নযোগ্য জ্বালানিতে অস্ট্রেলিয়া নির্ভরযোগ্য ও দায়িত্ববান অংশীদার।
আরও পড়ুন: দ্বিপক্ষীয় সহযোগিতার ‘সোনালী’ সুযোগ দেখছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার