জমিজমা ও গাছ কাটা সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাটে আক্কেলপুরের চাঞ্চল্যকর আবু তাহের ওরফে জাহের হত্যা মামলায় তার দুই সহোদরসহ তিন জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ি গ্রামের মৃত তাছেম উদ্দীন মণ্ডলের ছেলে সেকেন্দার, শহিদুল ও উলিপুর গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে বাবু মিয়া।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ি গ্রামে জমিজমা ও গাছকাটা নিয়ে বড় ভাই আবু তাহেরের (ওরফে জাহের) সঙ্গে তার দুই ভাই- সেকেন্দার ও শহিদুলের র্দীঘদিন ধরে বিরোধ চলছিল।
এরই জের ধরে গত ২০০৭ সালের ১মার্চ রাতে মধ্যরাতে দরজা ভেঙ্গে আসামিরা নিহত আবু তাহেরের ঘরে ঢুকে তার স্ত্রী ও ছেলেকে বেঁধে রাখে। এরপর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আরও পড়ুন: জয়পুরহাটে ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
এ ঘটনার পরদিন নিহতের শ্বশুর আশরাফ আলী মণ্ডল- বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা করেন। পরে একই বছরের ২৩ মে ঘটনার তদন্ত শেষে আক্কেলপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই )আনছারি জিন্নাত ও মোজাফ্ফর হোসেন ওই মামলার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
সরকারি আইনজীবী অ্যাডভোকেট নুপেন্দ্র্রনাধ মণ্ডল এ মামলার রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা ও গাছ কাটা সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাটে আক্কেলপুরে হওয়া আবু তাহের হত্যা মামলায় তার নিজের দুই ভাইসহ মোটতিনজনকে জেলা ও দায়রা জজ আদালত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।
আরও পড়ুন: যৌন হয়রানির অপমান সইতে না পেরে জয়পুরহাটে স্কুলছাত্রীর আত্মহত্যা