ফেনীর সোনাগাজীতে টিকটকের ভিডিওতে তরুণীর ছবি নিয়ে নির্যাতনের অপমান সইতে না পেরে এক তরুণ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলার পশ্চিম চর দরবেশ এলাকায় নিজ বাড়ির ঘরের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় ওই তরুণের লাশ উদ্ধারের দাবি করেছে তার পরিবার।
পরিবারের দাবি, মৃত্যুর আগে লিখে রেখে যাওয়া ওই চিরকুটে মৃত্যুর কারণ ও নির্যাতনকারী আটজনের নাম লিখে গেছেন ইমরান।
নিহত ইমরান হোসেন (১৮) উপজেলার পশ্চিম চর দরবেশ এলাকার মো. মাঈন উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
ইমরানের বাবা মাঈন উদ্দিন জানান, কয়েক দিন আগে উপজেলার পশ্চিম চর দরবেশ ও আদর্শগ্রাম এলাকায় মুছাপুর সড়কে গিয়ে ইমরান একটি টিকটক ভিডিও বানায়। ভিডিও করার সময় ভুলবশত স্থানীয় এক মেয়ের ছবি উঠে যায়। সেই ছবি তোলাকে কেন্দ্র করে স্থানীয় আটজন যুবক তাকে জিজ্ঞাসাবাদ করে। এসময় ইমরান ভুল স্বীকার করে তাদের কাছে ক্ষমা চায়। এরপরও ওই যুবকেরা তাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধোর করে।
আরও পড়ুন:আশুলিয়ায় স্ত্রী, সন্তানকে হত্যার পর রিকশাওয়ালার ‘আত্মহত্যা’
তিনি আরও বলেন,‘আমার ছেলে শ্রমিক। রাজমিস্ত্রির কাজ করে খায়। অপমান সইতে না পেরেই সে আত্মহত্যা করেছে। মৃত্যুর পর ইমরানের বিছানার নিচ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। কাগজে যেসব ছেলেদের নাম লিখে গেছে তাদের আমরা চিনি। কাগজে সব লেখা আছে। কাগজটি পুলিশকে দিয়েছি।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর পর তার বিছানার নিচ থেকে উদ্ধার হওয়া ‘সুইসাইড নোট’ এর কথা উল্লেখ করে,ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখার কথা জানান তিনি।
তবে,এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি।