ঠাকুরগাঁওয়ে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৪৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সদর উপজেলার দক্ষিণ ঠাকুরগাঁও মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আজিজুর রহমান মিঠুন ওই গ্রামের খৈয়বুর রহমানের ছেলে।
আরও পড়ুন: ঝিনাইদহ: অস্ত্র মামলায় জামায়াত নেতার ১৭ বছরের কারাদণ্ড
জানা যায়, আজিজুর রহমান মিঠুন তার বাবার কাছে এক হাজার টাকা চায়। ছেলের দাবি পূরণে অপারগতা প্রকাশ করে খৈয়বুর।
এতে মাদকাসক্ত ছেলে ক্ষিপ্ত হয়ে তার বাবাকে লোহার রড দিয়ে আঘাত করে। এতে বাবার হাত ভেঙে যায়।
এ সময় স্থানীয় লোকজন মিঠুনকে আটক করে পুলিশ কে খবর দেয়।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান গিয়ে ঘটনার সত্যতা পায় এবং বাবাকে পিটিয়ে জখম করার অপরাধে মিঠুনকে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় চাচাকে পিটিয়ে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড
দুর্নীতি মামলায় বরখাস্ত ডিআইজি বজলুর রশীদের পাঁচ বছরের কারাদণ্ড