খুলনার ডুমুরিয়ায় আওয়ামী লীগ থেকে ১৫ জন চেয়ারম্যানপ্রার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।একই সঙ্গে যেসব নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন তাদের সতর্ক হওয়ার জন্য বলা হয়েছে।
বহিষ্কৃত চেয়ারম্যানপ্রার্থীরা আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে ১৫ জন বিদ্রোহী প্রার্থীপদে নির্বাচন করবেন।
মঙ্গলবার (০২ নভেম্বর)খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি এক প্রেস বার্তায় জানান,উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিদ্রোহী প্রার্থীদের তালিকা তৈরি ও বহিষ্কার করার জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়।ওই তালিকা অনুযায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন-২নং রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গাজী আব্দুল হক,৩নং রুদাঘরা ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ গাজী তৌহিদুজ্জামান তৌহিদ,৩নং রুদাঘরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এম এম ইমরান হোসেন,৪নং খর্ণিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ হেফজুর রহমান, ৪নং খর্ণিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এস এম মেহেদি হাসান,৭নং শোভনা ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ডুমুরিয়া উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক সুরঞ্জিত কুমার বৈদ্য,৮নং শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ রবিউল ইসলাম,৯নং সাহস ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাহস ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাজালাল মোড়ল,১০নং ভান্ডারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র দে,১০নং ভান্ডারপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বিপুল মন্ডল,১১নং ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের সদস্য গাজী হুমায়ন কবির (বুলু),১১নং ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শেখ রবিউল ইসলাম,১১নং ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা নোন্টু, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম,১২নং রংপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ১২নং রংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজল বিশ্বাস।
আরও পড়ুন:খুলনায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
পঞ্চম দফা পৌর নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক শনিবার