সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। রবিবার জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
সংসদীয় আসন পাবনা-১ এর ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-এ আলাম চৌধুরী ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন। এরপর তার প্রস্তাবকে সমর্থন করেন আওয়ামী লীগের সংসদ সদস্য কামরুল ইসলাম।
স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পরিচালিত অধিবেশনে প্রস্তাবটি পাস করার জন্য উত্থাপন করা হলে কণ্ঠভোটে তা পাস হয়।
রবিবার নব নির্বাচিত ডেপুটি স্পিকার সন্ধ্যা সাতটায় জাতীয় সংসদের রাষ্ট্রপতির কার্যালয়ে শপথ নিয়েছেন।
গত ২২ জুলাই ডেপুটি স্পিকার ফজলে রাব্বির মৃত্যুতে পদ শূন্য হওয়া নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হলো।
টুকু ২০০৮ সালে প্রথমবারের মতো পাবনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একই বছরের জুলাইতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ২০১৪ ও ২০১৮ সালে দশম ও একাদশ সংসদের সদস্য নির্বাচিত হন।
তিনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: সংসদ ভবন এলাকায় স্পিকার-ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ বৈধ
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
চিরনিদ্রায় শায়িত ডেপুটি স্পিকার ফজলে রাব্বি