রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথক অভিযানে প্রায় এক দশমিক ৪ কেজি ওজনের সোনার বার জব্দ করা হয়েছে। এসময় দুজনকে গ্রেপ্তারের দাবি করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফিরুজ মিয়া (৪০) ও বিল্লাল (৫৩)।
আরও পড়ুন: বরগুনায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, আটক ১০
এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান জানান, বিমানবন্দরের ক্যানোপি-১ এর গাড়ি পার্কিং সংলগ্ন এলাকা থেকে ফিরুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘বুধবার সকালে আসামি মো. ফিরুজ মিয়াকে বিমানবন্দরের সামনের ক্যানোপি-১ এর গাড়ি পার্কিং এলাকায় ঘুরতে দেখা যায়। এপিবিএন সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। পরে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দরের এপিবিএন অফিসে নিয়ে আসা হয়।’
তিনি আরও বলেন, ফিরুজ মিয়ার কাছ থেকে ৬৯৬ গ্রাম ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এপিবিএন সদস্যরা বিমানবন্দরের ক্যানোপি-২ এর কার পার্কিং এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিল্লালকে গ্রেপ্তার করা হয়।
এপিবিএন কর্মকর্তারা জানান, তার পকেট থেকে ৬৯৬ গ্রাম ওজনের ৬টি সোনার বার জব্দ করা হয়।
তিনি বলেন, ‘বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪’- এর অধীনে বিমানবন্দর থানায় দুটি মামলা করা হয়েছে।
এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান বলেন, চোরাচালানরোধে চলমান অভিযানের অংশ হিসেবে এপিবিএন সদস্যরা তাদের গ্রেপ্তার করেছে। দুর্বৃত্তদের চোরাচালানের চেষ্টা প্রতিরোধ ও বানচাল করতে বিশেষ অভিযান চলছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে খাদ্যনালিতে পানি আটকে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু!
সিলেটে আটক ৮ জনসহ ২০০ ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা