রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১ কেজি ৭০০ গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন (বরফ)সহ এক বাস চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আল আমিন নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
মঙ্গলবার বিকালে যাত্রাবাড়ীর আলকারিম হাসপাতালের সামনে সহকারী পরিচালক (গোয়েন্দা) মুহাম্মদ রিফাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।এসময় তাদের কাছ থেকে ৫০ থেকে ৬০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, মাদক চোরাচালান চক্রের প্রধান ও টেকনাফের ক্রিস্টাল মেথের প্রধান ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হোসেন এবং তার সহযোগী মেহেদী হাসান।
সেন্টমার্টিন পরিবহনের বাসচালকের ছদ্মবেশে কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় ক্রিস্টাল মেথের ব্যবসা করতেন জাহাঙ্গীর আলম হোসেন।
জাহাঙ্গীর ২০১৫ সাল থেকে ইয়াবা ব্যবসা করে আসছেন এবং ২০২০ সাল থেকে ক্রিস্টাল মেথ চোরাচালানের সঙ্গে জড়িত।
আরও পড়ুন: বাঁশখালীতে মাদকাসক্ত ব্যক্তির ছুরিকাঘাতে রিকশাচালক খুন
এর আগে সে টেকনাফ সীমান্ত থেকে ঢাকায় মাদক সরবরাহ করত। পরে সে নিজেই এ ধরনের চোরাচালান করার জন্য একটি চক্র গঠন করে বলে জানান আল আমিন।
উচ্চমূল্যের কারণে ক্রিস্টাল মেথ চোরাচালান ও বিক্রির জন্য তিনি একটি পৃথক সিন্ডিকেটও গঠন করেন। সে তার সহযোগী মেহেদীর মাধ্যমে সরাসরি গ্রাহকদের কাছে মাদক পাচার করত।
ওই কর্মকর্তা জানান, মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরকে চারবার আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ডিএমপি’র মাদকবিরোধী অভিযানে আটক ৬০