কেরানীগঞ্জের বাসিন্দা মুন্নি বেগম (৫২) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাকে বুধবার সেখানে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছেন তার ছেলে ইমরান হোসেন।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে দেখা যাচ্ছে যে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা কমেছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়েছেন ১,০২৫ জন। এর আগে বৃহস্পতিবার ১,১৮৯, বুধবার ১,১৫৭, মঙ্গলবার ১,২৯৯, সোমবার ১,২৫১, রবিবার ১,২৯৯ ও শনিবার ১,১৭৯ জন নতুন রোগী পাওয়া যায়।
দক্ষিণ এশিয়ার আরও অনেক দেশের মতো এ বছর বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে। সরকারি হিসেবে ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬৯,৪৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৬৪,৫৫৮ জন।
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ভর্তি থাকা ডেঙ্গুরোগী আছেন ৪,৬৯৭ জন, যার মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২,৬১০ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গত জানুয়ারি থেকে ডেঙ্গু সংক্রান্ত ১৮০টি মৃত্যুর খবর পেয়েছে। তবে সংস্থাটি এখন পর্যন্ত ৮৮টি ঘটনা পর্যালোচনা করে নিশ্চিত করেছে যে তাদের মধ্যে ৫২টি মৃত্যুর কারণ ছিল ডেঙ্গু।