আর কোনো পরীক্ষা না নিয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এর ফলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
আরও পড়ুন: বিশেষ পরীক্ষার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ
সরকারি সোহরাওয়ার্দী কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী হাসান মিলন জানান, গত এক বছর ধরে মহামারির কারণে তারা কোনো সশরীরে ক্লাসে উপস্থিত হতে পারেনি। এমন পরিস্থিতিতে তারা কীভাবে পরীক্ষা দেবে।
সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের মোসাদ্দেকও দ্বিতীয় বর্ষে উত্তীর্ণের দাবি জানান।
অবশেষে দুপুর ১টার দিকে অধিভুক্ত কলেজগুলোর পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করা হবে বলে আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ তুলে নেয়।
আরও পড়ুন: সাত কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ