ফায়ার সার্ভিস অ্যান্ড কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, সকাল ৮.১০ মিনিটের দিকে ঢামেকের নতুন ১০তলা ভবনের দ্বিতীয় তলার আইসিইউতে আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: বগুড়ায় কয়েল কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে এক বছরে প্রায় ৫০০ অগ্নিকাণ্ড
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট দ্রুত সেখানে যায়। ৯টা ৩৫ মিনিটে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, আইসিইউ থেকে অন্য একটি কক্ষে স্থানান্তরিত করার সময় তিনজন রোগীর মৃত্যু হয়েছে।
অন্যান্য রোগীদের নিরাপদে আইসিইউ থেকে সরিয়ে নেয়া হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান ও কাঁচা ঘর পুড়ে ছাই
গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু
মানিকনগরে অগ্নিকাণ্ডে ১৫০ ঘর পুড়ে ছাই
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে পুলিশ ধারণা করছে।