আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দীন আহমেদ ভারতে তিন দিনের সরকারি সফরে বুধবার ঢাকা ত্যাগ করেছেন।
পরিদর্শনকালে জেনারেল শফিউদ্দিন চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের পাসিং আউট প্যারেডে যোগদানের পর কুচকাওয়াজের সালাম নেবেন।
আরও পড়ুন: যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান
তিনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী প্রধান, প্রতিরক্ষা স্টাফ প্রধান, প্রতিরক্ষা সচিব, পররাষ্ট্র সচিব এবং সংশ্লিষ্ট অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জেনারেল শফিউদ্দিন দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা করবেন।
ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাও পরিদর্শন করবেন তিনি।
সেনাপ্রধানের ৩০ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: ডেসটিনি: সাবেক সেনাপ্রধান হারুনের জামিন ১ বছর বাড়লো
সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে চায়: সেনাপ্রধান