ইংরেজি নববর্ষকে বরণ করে নিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে উড়ানো ফানুস থেকে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় আগুন লাগার খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, উড়ানো ফানুস থেকে এসব আগুনের সূত্রপাত। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফিন্সের সদরদপ্তরের উপসহকারী পরিচালক (গণমাধ্যম) শাহজাহান শিকদার বলেন, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: নীলফামারীতে আগুনে পুড়ে বৃদ্ধা নিহত
তিনি বলেন, নগরীর মাতুওয়াইল এলাকায় একটি তিনতলা ভবনের ছাদে রাত ১২টা ১৫ মিনিটে ফানুস উড়াতে গেলে আতশবাজি বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে রাত ১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া ধোলাইখাল এলাকায় রাত ১২টা ৪০ মিনিটে একটি পাঁচতলা ভবনের ছাদে আতশবাজি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দমকলকর্মীরা রাত প্রায় দেড়টার দিকে আগুন নেভায়।
শনিবার রাতের প্রথম প্রহরে রাজধানী ঢাকার আকাশে হাজারো আতশবাজি ও ফানুস উড়তে দেখা যায়। নগরীজুড়ে নববর্ষ বরণের উৎসব শেষ রাত পর্যন্ত চলতে থাকে।
আরও পড়ুন: লঞ্চে আগুন: নিখোঁজ যাত্রীদের স্বজনদের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ সিআইডির