দিনাজপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় করা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম (৪৬) জেলার পার্বতীপুর উপজেলার বাসিন্দা। তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় বেকসুর খালাস পেয়েছেন সাইফুল ইসলামের সহযোগী হিসেবে অভিযুক্ত আফজাল হোসেন কবিরাজ।
সোমবার দুপুর ২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৮ অক্টোবর পার্বতীপুর উপজেলায় বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয় শিশুটি। পরদিন বাড়ির পাশের হলুদ ক্ষেত থেকে ভুক্তভোগী শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর তার পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাকে ঢাকায় পাঠান।
আরও পড়ুন: চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
এ ঘটনার দু’দিন পর ২০ অক্টোবর সাইফুল ইসলাম ও আফজাল হোসেন কবিরাজের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মামলা করেন শিশুটির বাবা।
এর এক সপ্তাহ পর জেলা শহরের ঈদগাবস্তি এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পার্বতীপুর থানা পুলিশ।
পরে ২০১৭ সালের এপ্রিলে অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ।
আরও পড়ুন: মাদক মামলায় খুলনায় ২ যুবকের যাবজ্জীবন
নড়াইলে ধর্ষণ মামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড