প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ব্যালটিং সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য দেশের নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে।
রবিবার ইসি ভবনে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সংলাপের সময় প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমান ব্যবস্থায়, আমি যতই দক্ষতা দেখাই না কেন, সবার কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা খুবই কঠিন।’
তিনি আরও বলেন, এটা হতাশারও, কারণ সবাই আন্তরিকভাবে নির্বাচন কমিশনারদের যথাযথ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা করছে না।
সিইসি পথ খুঁজে বের করতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কর্মশালা আয়োজনেরও পরামর্শ দেন।
১৪ সদস্যের জাপা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।
ভোটের শতাংশের (আনুপাতিক নির্বাচন) ভিত্তিতে সংসদের আসন বণ্টনের প্রস্তাব করেন তিনি। দলটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিরোধিতা করেছে।
সংলাপে চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নির্বাচন বাঁচিয়ে রাখতে না পারলে রাজনীতি উধাও হয়ে যাবে: সিইসি