নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৪৫০টি মোবাইল সেট এবং ১৮ হাজার ৯৫০ টাকা জব্দ করার কথা জানিয়েছে র্যাব।
শুক্রবার র্যাবের সহকারী পুলিশ সুপার খাইরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন- মো. জাহাঙ্গীর (৪০), মো. সাজু মণ্ডল সাহাজুল (৪৫), মো. জাকির হোসাইন (৩৪), মো. রাসেল মিঠু (৩০), মো. মোক্তার হোসাইন (৩৩)।
আরও পড়ুন: সীতাকুণ্ডের পাহাড়ে মদের কারখানা ধ্বংস, ১০ হাজার লিটার চোলাই মদ জব্দ
খাইরুল কবির জানান, বৃহস্পতিবার রাতে র্যাব-৩ এর একটি অভিযানিক দল নারায়ণগঞ্জের সোনারগাঁও ও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪৫০টি মোবাইল ফোন সেট এবং ১৮ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর গাবতলী, কল্যাণপুর, কমলাপুর, যাত্রাবাড়ী এবং কাঁচপুর ব্রীজ সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা থেকে মোবাইল ফোন ছিনতাই করে আসছিল। ছিনতাইকৃত মোবাইল তারা নিজেদের কাছে রেখে দিত এবং পরবর্তীতে সুযোগ বুঝে তা বিক্রি করত।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।