নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত ও কমপক্ষে অর্ধশত মানুষ আহত হয়েছেন।
নিহত শাওনের (২১) বাবার নাম শাহেদ আলী। সে ছাত্রদলের একজন কর্মী বলে জানা গেছে। শাওন ওয়েল্ডিং ওয়ার্কশপেও কাজ করতেন।
শাওন পুলিশের গুলিতে নিহত হয়েছে কি-না তা এখনও জানা যায়নি।
তবে বিএনপি নেতাদের দাবি, শাওন পুলিশের গুলিতে মারা গেছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় শোক সভায় আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ‘সকাল ১০টা ৪৫ মিনিটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। সকাল সাড়ে ১১টার দিকে মিছিলটি ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে আক্রমণ করলে আইনশৃঙ্খলা বাহিনী রাবার বুলেট নিক্ষেপ করে।
এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে। বন্ধ হয়ে যায় সকল মার্কেট-বিপণিবিতান। যানবাহন চলাচল থেমে যায়।’
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) চিকিৎসক নাজমুল হোসেন জানান, নিহতের লাশ হাসপাতালে রাখা হয়েছে।