নিউমার্কেট এলাকায় সহিংস সংঘর্ষের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাদের চরম ধৈর্য্য দেখিয়ে কাজ করছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে।’
ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং রাস্তাঘাট সংরক্ষণ নিয়ে মন্ত্রণালয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: ঢাকার নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ
তিনি বলেন, একটি তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কি থেকে সংঘর্ষ হয় যা অপ্রত্যাশিত ছিল।
সাংবাদিকসহ অনেকে আহত হয়েছেন এবং অনেক শিক্ষার্থী ও ব্যবসায়ীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং পুলিশ মহাপরিদর্শক তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন।’
এদিকে মঙ্গলবার ভোরে সংঘর্ষ শুরু হওয়ার পরও কেন কোনো ব্যবস্থা নেয়া হয়নি জানতে চাইলে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রদের সঙ্গে আচরণ করার সময় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এটি একটি সাধারণ জমায়েত বা গণসমাবেশ নয় যে আমরা তাদের ছত্রভঙ্গ করার জন্য গুলি চালাতে পারি। ছাত্ররা ১০ তলা ভবনের ছাদ থেকে ইটপাটকেল নিক্ষেপ করছিল। পুলিশ ব্যবসায়ী ও দোকানের কর্মচারীদের তাদের কর্মস্থলে ফিরে যেতে বোঝানোর চেষ্টা করেছে।’
তিনি বলেন, ‘আশেপাশের সমস্ত বাজারের শ্রমিক বা দোকানের কর্মচারীরা রাস্তায় নেমে এসেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের প্রচেষ্টা আরও কঠিন করে তুলেছে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা যেখানেই সংঘর্ষের খবর পাই সেখানেই পুলিশ বাহিনী পাঠাচ্ছি।’
আরও পড়ুন: নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ীদের ফের সংঘর্ষে আহত ৩০