প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি এ বৈঠকে যুক্ত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, বাজারজাতকরণ এবং ভোগসহ সব পর্যায়ে উত্তম কৃষি চর্চা অনুসরণে নীতিমালা করা হয়েছে।
আরও পড়ুন: মন্ত্রিসভায় ৭ মার্চকে ‘ঐতিহাসিক দিবস’ ঘোষণা
তিনি বলেন, নীতিমালার প্রধান উদ্দেশ্য হলো নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন ফসলের টেকসই উৎপাদন নিশ্চিত করা, পরিবেশ সহনীয় ফসল উৎপাদন নিশ্চিতকরণ এবং কর্মীর স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা ও কল্যাণে কাজ করা।
এদিকে, গবেষণার মাধ্যমে উত্তরাঞ্চলের জেলাগুলোর কৃষির উন্নয়নে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ খসড়া নীতিগতভাবে অনুমোদিত করেছে মন্ত্রিসভা।
আরও পড়ুন: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মন্ত্রিসভায় অনুমোদিত
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটি বিদ্যমান কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর আদলে তৈরি করা হবে। দেশে বর্তমানে ৪৬টি সরকারি এবং ১০৭টি বেসরকারিসহ মোট ১৫৩টি বিশ্ববিদ্যালয় রয়েছে।
এছাড়াও, মন্ত্রিপরিষদ ২০২১ সালের সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাষণের খসড়া অনুমোদন করেছে।
আরও পড়ুন: মাস্ক নেই তো সরকারি সেবাও নেই, সিদ্ধান্ত জানাল মন্ত্রিসভা
রাষ্ট্রপতির ভাষণে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং সামষ্টিক অর্থনৈতিক অবস্থাসহ ১০টি বিষয়ে আলোকপাত করা হয়েছে। যার মধ্যে রয়েছে দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিতে সরকারের পদক্ষেপ ও সাফল্য; ভিশন-২০২১ বাস্তবায়ন এবং ভিশন-২০৪১ গঠনে বিভিন্ন খাতে গৃহীত কার্যক্রম ও কর্মসূচি; দেশে ও বিদেশে কর্মসংস্থান এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে আইসিটি-সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের বাস্তবায়ন।
আরও পড়ুন: মন্ত্রিসভায় ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন
অন্য পাঁচটি বিষয় হলো- সামাজিক সুরক্ষা জাল কর্মসূচির সম্প্রসারণ; যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি; বৈদেশিক সম্পর্ক সম্পর্কিত সাফল্য; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন ও এ জন্য গৃহীত কর্মসূচি এবং প্রশাসনিক নীতি, কৌশল, উন্নয়ন দর্শন ও অগ্রগতির জন্য নির্দেশনা।
সেই সাথে, কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগের গৃহীত ব্যবস্থা ও কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন: চাল, সার, পেট্রোলিয়াম ক্রয় প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি শীর্ষক আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের বিষয়েও মন্ত্রিপরিষদকে জানানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতি তিন বছরে এ পুরস্কার প্রদান করা হবে এবং পুরস্কারের অর্থমূল্য হবে ৫০ হাজার মার্কিন ডলার।