প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল শনিবার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) আগামী বছরের শেষ নাগাদ বা ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিতব্য পরবর্তী জাতীয় নির্বাচনে যে কোনো ভয়ভীতি মোকাবিলায় তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনে কোনো অবৈধ হস্তক্ষেপ যদি শক্ত হাতে মোকাবিলা না করা হয়, তাহলে সেটা নির্বাচন নয়, প্রহসন।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী নির্বাচনে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তাই আগামীতে প্রতিটি নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল ক্ষমতা প্রয়োগ করবেন।’
নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচন বিষয়ে আলোচনার জন্য শনিবার সারাদেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।
দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে বিএনপি ও তার মিত্রদের হুমকির মধ্যে আগামী জাতীয় নির্বাচনের আগে গতি বাড়ানোর জন্য বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু নির্বাচন তদারকির জন্য বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার বিষয়ে সংবিধানে কোনো বিধান নেই বলে দাবি করে আসছে সরকার। সুপ্রিম কোর্ট ১৯৯৬ সালে ব্যবস্থাটি চালু করা ১৩তম সংশোধনী বাতিল করার পর ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
আরও পড়ুন: নির্বাচন বাঁচিয়ে রাখতে না পারলে রাজনীতি উধাও হয়ে যাবে: সিইসি
বৃহস্পতিবার সব রাজনৈতিক দলকে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীর ঢাকায় নির্বাচন কমিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিইসি বলেন, ডিসি ও এসপিদের কঠোর অবস্থান নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের আগ্রহ ও আস্থাকে শক্তিশালী করবে, তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করবে। আলোচনায় উঠে আসে আগামী স্থানীয় সরকার নির্বাচনের কথাও।
সিইসি ডিসি ও এসপিদের তাদের ভূমিকা পালন করার সময় তাদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ এড়িয়ে চলার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘আপনারা সরকারি কর্মচারী।’
তিনি আরও বলেন, ‘আপনার অবস্থানে আপনাকে নিরপেক্ষ হতে হবে। দেশের আইন অনুযায়ী আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। এটাই জনগণের প্রত্যাশা। সকল নিয়ম-কানুন প্রয়োগ করে জনগণের প্রত্যাশা পূরণ করে আস্থা অর্জন করতে হবে।’
আরও পড়ুন: নির্বাচন নিয়ে ডিসি ও এসপিদের সঙ্গে বৈঠকে সিইসি
সিইসি আরও বলেন, বিরোধপূর্ণ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ মেটানো নির্বাচন কমিশনের বিষয় নয়।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সংবিধান, আইন ও বিধি আমাদের কাজের পরিধি, ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করেছে বলে রাজনৈতিক সিদ্ধান্তে নির্বাচন (ইসি) হস্তক্ষেপ করতে পারে না।’
তিনি বলেন যে ডিসি ও এসপিদের অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে নতুন জাতীয় সরকার ও স্থানীয় সরকার সংস্থা গঠনের গুরুত্ব বুঝতে হবে।
বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও অতিরিক্ত আইজিপি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন সিইসি