চাঁদপুরের হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ২৭ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৪৫ হাজার মিটার কারেন্ট জাল, দুটি নৌকা ও মা ইলিশ জব্দ করা হয়।
শুক্রবার (১৩ অক্টোবর) ও শনিবার (১৪ অক্টোবর) হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৭ জেলেকে গ্রেপ্তার করে নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি ও কোস্ট গার্ড।
গ্রেপ্তার ২৭ জেলের মধ্যে ২০ জেলেকে মৎস্য আইন মামলায় কোর্টে পাঠানো হয়েছে এবং ৭ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫
জব্দ করা মা ইলিশ হাইমচর উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহ্লা চৌধুরী বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী আমরা মা ইলিশ রক্ষায় গত ২ দিনে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করি। অভিযানের প্রথম দিনেই ২৭ জেলেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় গ্রেপ্তার করেছি।
পদ্মা ও মেঘনা নদীতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সরকারি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ