জেলেদের বুধবার বাগেরহাটের বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আছাদুল ইসলাম তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালতের পুলিশ পরিদর্শক দিলীপ কুমার সরকার।
বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে সোমবার নৌবাহিনীর সদস্যরা একটি ট্রলারসহ এ জেলেদের আটক করেন।
আটকরা হলেন- বাবুল সরকার, কার্তিক দাস, সোনারাম দাস, রাজেশ দাস, ভোলানাথ দাস, বাসুদেব দাস, পিল্টন দাস, উত্তম দাস, মিন্টু দাস, বিমল দাস, কিরণ দাস, সূর্য্য দাস, নেপাল দাস, উত্তম দাস ও আনন্দ দাস। তাদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কাকদ্বীপ থানার বিভিন্ন গ্রামে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নৌবাহিনীর জাহাজ বিএনএস নিশান বাংলাদেশ জলসীমায় টহল দেয়ার সময় সোমবার বিকালে মোংলা বন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসগারে এফবি মা লক্ষ্মী নামে একটি মাছ ধরার ট্রলারসহ ১৫ ভারতীয় জেলেকে আটক করে। তারা বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিলেন। তাদের মঙ্গলবার সন্ধ্যায় মোংলা থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে নৌবাহিনীর পেটি অফিসার আবুল মঞ্জুর বাদী হয়ে মামলা করেন।