পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের উদ্যোগে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের ৫ম তলা থেকে ৮ম তলায় অক্সিজেন প্লান্ট ও সেন্ট্রাল অক্সিজেন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের অনুকূলে এককালীন ২ কোটি টাকার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।
আরও পড়ুনঃ প্রশিক্ষিত আফগান সন্ত্রাসীদের ব্যাপারে বাংলাদেশ 'সতর্ক থাকবে': পররাষ্ট্রমন্ত্রী
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে চলতি ২০২১-২২ অর্থ বছরের বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ‘সিটি করপোরেশনের জন্য উন্নয়ন সহায়তা’ খাতে পররাষ্ট্রমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এ অর্থ বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ বিশ্বনাথে করোনা ও শ্বাসকষ্ট রোগীদের ‘অক্সিজেন বন্ধু রুহুল’
উক্ত সরকারি মঞ্জুরি আদেশে উল্লেখ করা হয়, সিলেট সিটি করপোরেশনের মেয়র বা প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরীকৃত অর্থের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।