পহেলা বৈশাখের মতো দুর্গাপূজাও সবার উৎসব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি। তিনি বলেন, ‘এ দুর্গাপূজা সবার উৎসব, ঠিক যেমন পহেলা বৈশাখ।’
মঙ্গলবার দুপুর ১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এক ‘সম্প্রীতি সমাবেশ’ এ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক ঘটনাবলী প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনের আগে হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে মন্দিরে আক্রমণ করা হয়েছে। এ সব ঘটনা ঘটিয়েছে যারা, তারা ৭১, ৭৫, ২০০১, ২০০৪, ২০১৩ ও ১৪ সালের ঘাতক। তারা সবাই এক ও অবিচ্ছেদ্য। তারাই এসব ঘটিয়েছে।’
তিনি বলেন, ‘তাদের মাথার ঠিক নেই। এদের শত্রু হলো আমাদের দেশ, আমাদের স্বাধীনতা ও আমাদের মানুষ। সেই পাকিস্তানি আদলে ধর্মের দোহাই দিয়ে আবার তারা মাথা চাড়া দিয়ে উঠেছে। সমাজে অস্থিরতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।’
এ সময় তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার এবং সমন্বিতভাবে মন্দিরে হামলাকারীদের রুখে দেয়ার আহ্বান জানান।
সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়ার জন্য ডা. দীপু মনি প্রশাসনকে ধন্যবাদ জানান এবং এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন।
বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী প্রশ্ন করেন,‘যদি গণতন্ত্রই না থাকে তাহলে তারা কীভাবে প্রতিদিন গণমাধ্যমে কথা বলেন, সভা করেন? যারা কারফিউ দিয়েছিল দিনের পর দিন,মাসের পর মাস; যারা অসংখ্য মানুষকে বিনা কারণে কারাগারে নিক্ষেপ করেছিল, তারা গণতন্ত্রের কথা বলে কীভাবে?’
এছাড়া এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ,সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু,সাধারণ সম্পাদক আবু নইম পাটোয়ারি দুলাল,জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারি, পৌর চেয়ারম্যান জিল্লুর রহমান জুয়েল,মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান বি. এইচ. এম. কবির আহাম্মদ প্রমুখ।
আরও পড়ুন: সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর