সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার ইস্তানায় বৈঠক করেছেন। এসময় উভয়েই দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেন সরকারি সফরে এখন সিঙ্গাপুরে আছেন।
প্রেসিডেন্ট ইয়াকুব তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা একটি পোস্টে বলেছেন,‘আমাদের দু’ দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ সহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে ভালো আলোচনা হয়েছে।
আরও পড়ুন: দ্বিপক্ষীয় সহযোগিতা আরও নিবিড়ের অঙ্গীকার বাংলাদেশ-সিঙ্গাপুরের
তিনি বলেন, তারা আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করেছেন।
প্রেসিডেন্ট আরও বলেন, তিনি সিঙ্গাপুরে ড.মোমেনের একটি আনন্দদায়ক সফর এবং স্বদেশে নিরাপদ ভ্রমণ প্রত্যাশা করছেন।