আগের বছরের মতো এবারও ‘থার্টি ফার্স্ট নাইট’ উন্মুক্ত স্থানে উদযাপনের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি বলেছেন, প্রতিবছরের মতো এবারও কেউ উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করতে পারবে না। যেসব হোটেল আমাদের কাছে আবেদন করেছে তাদের অনুষ্ঠান করার অনুমতি দেয়া হবে। কিন্তু সেগুলোতে আমাদের সংস্কৃতি অনুযায়ী অনুষ্ঠান করতে হবে। কোনো ডিজে পার্টিকে অনুমতি দেয়া হবে না। এছাড়া ৩১ তারিখ সকাল থেকে ১ তারিখ পর্যন্ত সকল বার বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ডিএমপি কমিশনার শফিকুলের চাকরির মেয়াদ বাড়ল আরও এক বছর
ডিএমপি কমিশনার জানিয়েছেন, থার্টি ফাস্ট রাত ৮ টার পর ছাত্র, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছাড়া কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন না।
তিনি বলেন,ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, বনানী ও গুলশানসহ বেশ কয়েকটি এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার চারপাশে আমাদের নিরাপত্তা বেষ্টনী থাকবে। আর কেউ প্রবেশ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন: সীমিত পরিসরে বড়দিন, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
নগরবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কমিশনার আরও বলেন, একই নির্দেশনা হাতিরঝিল ও বনানী, গুলশান এলাকার জন্য। রাত ৮ টার পর হাতিরঝিলে কেউ থাকতে পারবে না। এমন কি কোনো বাইককেও প্রবেশ করতে দেয়া হবে না। গুলশান এলাকার বাসিন্দা ছাড়া বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না।
নববর্ষকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই জানিয়ে কমিশনার বলেন, নতুন বছরকে ঘিরে কোনো ধরনের হুমকি নেই। তারপরও কাউন্টার টেররিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঢাকার সর্বত্র কাজ করবে।