ভোগবাদী দৃষ্টিভঙ্গি ত্যাগ করে টেকসই ও প্রকৃতিনির্ভর (ইকোসেন্ট্রিক) বাংলাদেশ গঠনে দেশের মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
গাড়ি-বাড়ি কেনা নয় বরং প্রকৃতিভিত্তিক সচেতন জীবন গঠনই উন্নয়ন বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার (২৬ এপ্রিল) পুর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমাদের ভোগবাদী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে, কম দূষণ করতে হবে, পুনঃব্যবহার ও পুনর্ব্যবস্থাপনা বাড়াতে হবে এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পদ বণ্টন নিশ্চিত করতে হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে রিজওয়ানা হাসান বলেন, ‘আজ অসম্ভবকেও সম্ভব করা সম্ভব হয়েছে। তবে এই সাফল্য শুধু ব্যক্তি উন্নয়নে নয়, দেশের টেকসই উন্নয়নে কাজে লাগাতে হবে।’
আরও পড়ুন: বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি: পরিবেশ উপদেষ্টা
এ সময় মেধা পাচার বন্ধের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষা নিতে পারেন, অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তবে দেশে ফেরত আসার মানসিকতা থাকতে হবে।’