অনুষদে প্রথম হয়েও প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বঞ্চিত হচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী। সময়মতো সংশ্লিষ্ট বিভাগগুলো ফল প্রকাশে ব্যর্থ হওয়ায় এমনটি ঘটেছে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ ’মেধার মূল্যায়নে আমরা অনুষদে প্রথম হয়েছি। প্রধানমন্ত্রী স্বর্ণপদক আমাদের প্রাপ্য। কিন্তু সেশনজট ও ফলাফল প্রকাশে বিভাগের ব্যর্থতায় আমরা এ পদক থেকে বঞ্চিত হচ্ছি। যা কাম্য নয়।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিবছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষদে সর্বোচ রেজাল্টধারীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেয়া হয়। ২০১৯ সালে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য গত বছরের ২০ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউজিসি। সেই বিজ্ঞপ্তির আলোকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করে। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক শেষ বর্ষের ফলাফল প্রকাশিত হওয়ার কথা ২০১৮ সালে। কিন্তু বিভাগগুলো সেই ফলাফল প্রকাশ করে ২০১৯ সালের শুরুর দিকে। এদিকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে ২০১৯ সালের শেষের দিকে। একই বছরে দুই শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশিত হওয়ায় পদকের তালিকা থেকে পাঁচজন শিক্ষার্থীকে বাদ দেয়া হয়েছে।
আরও পড়ুন: স্থানীয়দের হামলায় ইবির সাত শিক্ষার্থী আহত, প্রতিবাদে বিক্ষাভ
৪ জানুয়ারী ভুক্তভোগী শিক্ষার্থীদের বাদ দিয়ে পদকের জন্য ইউজিসি বরাবর চূড়ান্ত চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় বৃত্তি শাখা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
জানা গেছে, এবছরে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে আইন অনুষদ থেকে পদকের জন্য মনোনীত হয়েছেন আইন বিভাগের রুবাইয়া ইয়াসমিন। ২০১৯ সালের শেষের দিকে প্রকাশিত ফলাফলে তার সিজিপিএ ৩.৫৯। অপরদিকে একই অনুষদের আল ফিক্হ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আশরাফুল ইসলামের ফলাফল প্রকাশিত হয় একই বছরের শুরুর দিকে। তার মোট সিজিপিত্র ৩.৫৯। ফলাফল একই হলেও ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বঞ্চিত হচ্ছেন আশরাফুল।
একইভাবে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আল ফিক্হ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ইলিয়াস আলমগীরের প্রাপ্ত সিজিপিত্র ৩.৬২। কিন্তু তার ফলাফল প্রকাশিত হয়েছে ২০২০ সালে। যা প্রকাশিত হওয়ার কথা ছিলো ২০১৯ সালে। বিভাগের ভুলে তিনিও পদক থেকে বঞ্চিত হয়েছেন। একইভাবে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের একজন, জীববিজ্ঞান অনুষদভুক্ত বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একজনসহ ধর্মতত্ত্ব অনুষদের একজন শিক্ষার্থী বঞ্চিত হয়েছে। এভাবে মোট পাঁচজন শিক্ষার্থী পদক থেকে বঞ্চিত হয়েছেন।
আরও পড়ুন: মঙ্গলবার ইবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ
এ বিষয়ে ভুক্তভোগী আল ফিক্হ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আশরাফুল ইসলাম বলেন, ’শিক্ষা জীবনের সবথেকে বড় অর্জন প্রধানমন্ত্রী স্বর্ণপদক। সেশনজটের কবলে পড়ে আমরা মেধাবী হয়েও এই পদক থেকে বঞ্চিত হচ্ছি। বিষয়টি আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিভাগকে অভিহিত করেছি। বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক আমাদের মেধার মূল্যায়ন করা হোক।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখার কর্মকর্তা হেলাল উদ্দীন বলেন, ’ইউজিসির নীতিমালা অনুযায়ী আমরা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের তালিকা পাঠিয়েছি। নীতিমালা অনুযায়ী, একই বর্ষে একাধিক ফলাফল প্রকাশিত হলে সর্বোচ্চ রেজাল্টধারীকে মনোনীত করা হয়। সেই হিসেবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর নাম বাদ গেছে।’
এ বিষয়ে আল ফিক্হ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি আনোয়ারুল ওহাব বলেন, ’করোনাকালীন সময়ে পরীক্ষা গ্রহণের কারনে ফলাফল প্রকাশে বিলম্ব হয়েছে। তবে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে আমার কথা হয়েছে। এ ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ’প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিশ্ববিদ্যালয় থেকে যে তালিকা পাঠানো হয়েছে তাতে কোনোরকম ভুল নেই। বিভাগুলোকে যথাসময়ে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের জন্য আমরা বলেছি। যাতে সেশনজট না হয়।’
আরও পড়ুন: সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ইবিতে প্রতিবাদ সমাবেশ