আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৫ আসনে জয়ী হয়েছে। বিএনপিকে নিয়ে গড়া জাতীয় ঐক্যফ্রন্টের দখলে গেছে ৭ আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬ আসন।
সোমবার ভোর ৪টার দিকে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের দেয়া তথ্য অনুযায়ী আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, বিএনপি ৫, গণফোরাম ২, বিকল্পধারা ২, জাসদ (ইনু) ২, ওয়ার্কার্স পার্টি ৩, তরিকত ফেডারেশন ১, জাতীয় পার্টি (মঞ্জু) ১ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসনে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গোপালগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন দুই লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জিলানী পেয়েছেন মাত্র ১২৩ ভোট।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের এলাকা ঠাকুরগাঁও-১ আসনে হেরে গেছেন। তবে বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার পরিবর্তে নির্বাচনে দাঁড়িয়ে দুই লাখ পাঁচ হাজার ৯৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।
মহাজোট সঙ্গী জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে রংপুর-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এরশাদ পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৯২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের রিটা রহমান পেয়েছেন ৫৩ হাজার ৮৯ ভোট।
জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আড়াই লাখেরও বেশি ভোটের ব্যবধানে নড়াইল-২ আসনে জয় পেয়েছেন। বেসরকারি ফল অনুসারে নৌকার প্রার্থী মাশরাফি পেয়েছেন দুই লাখ ৭৪ হাজার ৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান পেয়েছেন মাত্র আট হাজার ৬ ভোট।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসনে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি দুই লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট।
এর আগে রবিবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণকালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে রাতে রাজধানীর বেইলি রোডের বাসভবনে এক সংবাদ সম্মেলন করে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন। সেই সাথে তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নির্বাচনকে জাতির সাথে ‘নিষ্ঠুর প্রহসন’ বলে মন্তব্য করেছেন।
তবে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ দাবি করেছেন, কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ছাড়া সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।
আর অতীতের নির্বাচনগুলোর তুলনায় এবারের জাতীয় নির্বাচনে তাৎপর্যপূর্ণভাবে সহিংসতা কম হয়েছে বলে মনে করে আওয়ামী লীগ। ভোটগ্রহণ শেষে বিকাল ৫টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির যগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।