ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে মর্মে অভিযোগ করে তার স্ত্রী লুৎফুন নাহার আদালতে ফেনী মডেল থানার ওসিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বুধবার দুপুরে ফেনী সদর আমলী আদালত-১ এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আশেকুর রহমানের কাছে দায়ের করা মামলাটি তিনি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদন করেছেন।
মামলার আসামিরা হলেন- ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন, ২ উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন ও নারায়ণ চন্দ্র দাস, ডিএসবি কর্মকর্তা হাবীবুর রহমান ও দুই সাক্ষী সাব্বির হোসেন ও মো. সৈকত।
লুৎফুন নাহারের আবেদনের প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় আদালত পুলিশ পরিদর্শক পদমর্যাদার চেয়ে ঊর্ধ্বতন পদমর্যদার কর্মকর্তা দিয়ে নালিশি ঘটনা তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে অত্র আদালতে তদন্তের অগ্রগতি অবিহিত করার জন্য এবং আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও মামলার আইনজীবী ইউসুফ আলমগীর বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম (৪৮) ফেনী মডেল থানা পুলিশ গত ২২ জুলাই ঢাকার পল্টনের বিজয় নগর এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে।
পরে তার দেয়া তথ্যমতে তার ফেনী শহরস্থ রামপুরের বাসা থেকে রাত ১টার সময় ফেনী মডেল থানা পুলিশ, পুরাতন খবরের কাগজ দ্বারা মোড়ানো একটি কালো রংয়ের ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি এবং ২ টি লম্বা লোহার ছোরা উদ্ধার করে বলে জানান পুলিশ। পরবর্তীতে ফেনী মডেল থানা পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করে।
তবে এই অভিযোগটি অস্বীকার করে জাকির হোসেন জসিমের পরিবার। তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছে পরিবার ও বিএনপি।
আরও পড়ুন: র্যাবের ওপর হামলা, ফেনীতে ছাত্রলীগ সভাপতি বহিস্কার