ফেনীর সোনাগাজীতে জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। এ হামলা তার তিন সহোদর আহত হয়েছেন। শুক্রবার (৫ মে) দুপুরে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. মিজানুর রহমান (৪৫) ছাড়াইতকান্দি গ্রামের কালা সোবহানের বাড়ির মৃত নূরুল হুদার ছেলে এবং মনগাজী বাজারের হোমিও চিকিৎসক।
আরও পড়ুন: কুড়িগ্রামে ঈদের নামাজ পর মোনাজাতের সময় মুসুল্লির মৃত্যু
এ হামলার আহত তিন সহোদর হলেন- আবদুল হাই (৪৮), আবু তৈয়ব (৫০) ও আবদুল গোফরান (৫৫)।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, মৃত নূরুল হুদার ছেলে মিজানুর রহমান ও তার ভাইদের সঙ্গে একই বাড়ির আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন ও তার পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মিজি বাড়ির সামনে গেলে আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন, সবুজ মিয়া, আবুল খায়েরের ছেলে মাঈন উদ্দিন মামুন ও সবুজের ছেলে বাবলুর ১৫-২০ জন দুর্বৃত্ত মিজানুর রহমানকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। তার ওপর হামলার খবর শুনে তার তিন সহোদর আবদুল হাই, আবু তৈয়ব ও আবদুল গোফরান এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে মারাত্মক আহত করে।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে মিজানুর রহমানকে রাত ৮টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত